এখন পড়ছেন
হোম > অন্যান্য > Big Breaking, দেশে বেড়েই চলেছে ওমিক্রন হানা, এবার কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের

Big Breaking, দেশে বেড়েই চলেছে ওমিক্রন হানা, এবার কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্ব জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন। দেশেও ক্রমশ বিস্তার লাভ করছে ওমিক্রন। এদিকে রাজ্যে সম্প্রতি একাধারে ৫ জন মানুষের শরীরে পাওয়া গেল ওমিক্রন। রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক লাফে চলে গেল ১০ এ। আরও আশঙ্কার খবর, এই পাঁচজনের মধ্যে একজন বিদেশী হলেও চারজনই রাজ্যের বাসিন্দা। দুজন কলকাতা, একজন হাওড়া, একজন দমদমের বাসিন্দার। এই পরিস্থিতিতে ওমিক্রন ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে বিমানে রাজ্যে এলে বাধ্যতামূলকভাবে তাকে থাকতে হবে হোম কোরেন্টাইনে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনা পরীক্ষার পর যদি পজিটিভ আসে, তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হবে। সেই যাত্রী ওমিক্রন আক্রান্ত কিনা? তা নিশ্চিত করার জন্য নমুনা পাঠাতে হবে জিনোম সিকোয়েন্সে। তার পরিবার ও বিমানের অন্যান্য সহযাত্রীদের ওপর চালানো হবে নজরদারি।

আর রিপোর্ট নেগেটিভ এলেও যাত্রীদের হোম কোরেন্টাইনে ৮ দিন থাকতে হবে। এরপর তাকে rt-pcr পরীক্ষা করাতে হবে। এই সময়ে তার বাড়ির ওপর কড়া নজর রাখবে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার কর্মীরা। রিপোর্ট যদি পজেটিভ সে, তবে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। আর যদি রিপোর্ট নেগেটিভ আসে, সে ক্ষেত্রেও তাকে ১৪ দিনের জন্য হোম আইসোলেশনে থাকতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!