এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, দীপাবলীর দিনে বাজি পোড়ানো নিয়ে বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের

Big Breaking, দীপাবলীর দিনে বাজি পোড়ানো নিয়ে বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীপাবলীর রাতে বাজি ফাটবে না, এ কথা যেন ভাবতেই পারেনা বাঙালি। প্রদীপ জ্বালিয়ে বাজি পুড়িয়ে আয়োজন হয় কালীপুজোর। কিন্তু এবার দীপাবলি হতে চলেছে বাজিহীন। আজ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কালী পুজোতে এবার কোন রকম বাজি ফাটানো যাবে না। তা সে শব্দবাজি হোক, কিংবা পরিবেশবান্ধব বাজিই হোক। প্রশাসনকে এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কালীপূজোতে যেমন বাজি ফাটানো যাবে না, তেমনি বাজি ফাটানো যাবে না জগদ্ধাত্রী পুজোর দিনে, বড়দিনের দিনে কিংবা বর্ষবরণের দিনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কালীপুজোতে প্রদীপ বা মোম বাতি ব্যবহারের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি হাইকোর্ট। কিন্তু বাজি ফাটানোর ব্যাপারে জারি করেছে বিশেষ নিষেধাজ্ঞা। করোনা সংক্রমণকালে কালী পূজাতে বাজি ফাটানো যাতে বন্ধ হয়, তার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশনি আলী নামে জনৈক সমাজকর্মী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি মামলা দায়ের করেছিলেন। আজ এই মামলার শুনানি ছিল। মামলার শুনানিতে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা প্রতিদিন বেড়েই চলেছে। যাদের করোনা রয়েছে, বাজি ফাটানো হলে তাদের শ্বাসযন্ত্রের সমস্যা আরো বাড়তে পারে। পুলিশের পক্ষ থেকে পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয়। তাই রাজ্যে সমস্ত ধরনের বাজি নিষিদ্ধ করা হলো।

দীপাবলীই শুধু নয়, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, বড়দিন ও বর্ষবরণের রাতেও বাজি ফাটানো যাবে না। পরিবেশবান্ধব বাজিও ফাটানো যাবে না। বাজি বিক্রিও করা যাবে না। এর ফলে ৩৩ লক্ষ বাজি বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু জীবনের থেকে ব্যবসায়িক স্বার্থ কখনোই বড় হতে পারেনা। হাইকোর্টের এই নির্দেশ অমান্য করে কেউ বাজি ফাটাচ্ছে কিনা? বা কেউ বিক্রি করছে কিনা? সেদিকে নজর রাখবে পুলিশ। আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাজি কোথাও যেমন বিক্রি করা যাবে না, তেমনি বাজির বিজ্ঞাপন কোথাও দেওয়া যাবে না । এভাবেই দীপাবলিতে বাজি ফাটানোর ওপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!