দল ছাড়ছেন না প্রসূন বন্দ্যোপাধ্যায়, জানালেন গণ মাধ্যমে তৃণমূল রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে ক্রমশই দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিধায়ক, সাংসদ, মন্ত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর থেকেই দলের ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি, হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেস সভাপতি লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বাড়ছে জল্পনা। এই পরিস্থিতিতেই গতকাল দলের বিরুদ্ধে কিছুটা সরব হয়ে উঠেছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর সময় নষ্ট না করে তাঁকে দলে ধরে রাখতে বিশেষ পরিকল্পনা নেয় দলের শীর্ষ নেতৃত্ব। দলের এই পরিকল্পনা সফল হল। আজ সংবাদমাধ্যমে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন যে, দল ছাড়ছেন না তিনি। গতকাল, শুক্রবার সংবাদ মাধ্যমে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, দলের প্রতি তিনি এখন আর খুশি নন। তিনি জানিয়েছিলেন যে, দলের সাংগঠনিক পরিবর্তনের কথা যদি কেউ যদি তাঁকে ফোন বা এসএমএস করে জানাতেন তাহলে তিনি গর্বিত হতেন। এভাবে দলের প্রতি ক্ষোভ প্রকাশের পরেই তাঁর মান ভাঙাতে বিশেষ পরিকল্পনা নেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দেরি না করে গতকাল রাতেই তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ফোন করে তাঁর কাছ থেকে তাঁর সমস্যার কথা জানতে চান তিনি। দলের সূত্রে জানা গেছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁর সমস্ত সমস্যার কথা জানিয়েছেন সৌগত রায়কে। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। এরপরই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সৌগত রায়ের সঙ্গে ফোনে কথা বলবার পর সব সমস্যার সমাধান হয়েছে। ক্ষোভ মিটেছে প্রসূন বন্দোপাধ্যায়ের। এরপর সংবাদমাধ্যমের কাছে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, দল ছাড়ার কোন প্রশ্নই তাঁর নেই। বিধানসভা নির্বাচনের আগে দলের ভাঙ্গন জেরবার করে তুলেছে দলকে। যেভাবে হোক ভাঙ্গন রোধ করাটাই শাসক দল তৃণমূলের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এভাবেই বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের মতো হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব কথা বলে, আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করে তাঁদের দলে ধরে রাখতে সক্ষম হল। যা আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট স্বস্তি দিয়েছে শাসকদল তৃণমূলকে। আপনার মতামত জানান -