এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking “দুটি মামলা গ্রহণ করা সম্ভব?” আরজিকর নিয়ে শুনানির শুরুতেই রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের!

Big Breaking “দুটি মামলা গ্রহণ করা সম্ভব?” আরজিকর নিয়ে শুনানির শুরুতেই রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ সকাল থেকেই সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। কারণ সেখানে একদিকে সঞ্জয় রায়ের শাস্তির দাবিতে রাজ্যের মামলা এবং অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকেও সেই একই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আর সেখানেই রাজ্যকে বড় প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজ্য সরকার এবং সিবিআইয়ের মামলার শুনানি হয়। আর সেখানেই রাজ্যকে বড়সড় প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। তিনি বলেন, “দুটি মামলার বিষয়বস্তু একই। দুটি মামলায় সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের করা হয়েছে। সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব?”

অর্থাৎ দুটি মামলার বিষয়বস্তু যখন এক, তখন দুটি মামলা কি করে গ্রহণ করা সম্ভব, তা নিয়ে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি যে প্রশ্ন ছুড়ে দিলেন, তাতে রাজ্যের পক্ষ থেকে কি বলা হয় এবং তাতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!