এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, এবার সিবিআইয়ের সমন পেলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ, তীব্র অস্বস্তিতে শাসকদল

Big Breaking, এবার সিবিআইয়ের সমন পেলেন হেভিওয়েট তৃণমূল সাংসদ, তীব্র অস্বস্তিতে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার সিবিআইয়ের নোটিস পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। নোটিশ পাঠিয়ে তাঁকে দ্রুত সিজিও কম্প্লেক্স সিবিআই দপ্তরে উপস্থিত হবার নির্দেশ পাঠানো হয়েছে। আইকোর চিটফান্ড কাণ্ডে নাম জড়িয়েছে মানস ভুঁইয়ার। তাই দ্রুত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নির্বাচনের পূর্বে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিলো শাসকদলকে, এমনটাই অভিমত রাজনীতি মহলের।

প্রসঙ্গত, এক দশক আগে ফুলে-ফেঁপে উঠে চিটফান্ড সংস্থা আইকোর। স্বল্প বিনিয়োগে অধিক মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে বিপুল টাকা আদায় করেছিল আইকোর। শুধু পশ্চিমবঙ্গেই নয়, পার্শ্ববর্তী উড়িষ্যা, ঝাড়খন্ড, ত্রিপুরা থেকেও বিপুল অর্থ সংগ্রহ করেছিল আইকোর। এই সংস্থার কর্ণধার ছিলেন অনুকূল মাইতি। গত, ২০১৭ সালে বেআইনি অর্থলগ্নি সংস্থার দ্বারা বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করে অনুকূল মাইতিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, ২০১৫ সালে তাঁকে গ্রেপ্তার করেছিল সিআইডি। সিবিআইয়ের অভিযোগ, একাধিক রাজ্য থেকে ৩ হাজার কোটি টাকা তুলেছিল এই সংস্থা। যে টাকার সম্পূর্ণটা নয়ছয় করেছে। অনুকূল মাইতির স্ত্রী কনিকা মাইতিকেও গ্রেপ্তার করা হয়। গত ২০২০ সালের নভেম্বর মাসে ওড়িশার জেলে হঠাৎ করেই মৃত্যু হয় কর্ণধার অনুকূল মাইতির।

আইকোর কাণ্ডে এবার নাম জড়িয়েছে মানস ভুঁইয়ার। আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও কিছুদিন আগে গোয়েন্দাদের হাতে এসেছে। যেখানে মানস ভূঁইয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে যে, আইকোরকে সমর্থনে একাধিক বক্তব্য রাখছেন তিনি। আবার আইকোর কাণ্ডে বিভিন্ন ব্যক্তিকে জেরা করতে গিয়ে বারবার উঠে এসেছে তৃণমূল নেতা মানস ভূঁইয়ার নাম।

একারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক সূত্রের সন্ধান মিলতে পারে, তাদের হাতে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। আরও জানা গেছে যে, আইকোরের এই ভিডিওতে তিনি ছাড়াও রয়েছেন একাধিক প্রভাবশালী। তাই, যেকোনো সময়ে তাদেরও মিলতে পারে সিবিআই এর সমন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!