এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, এবার ইডির তলব রাজ্যের জনৈক হেভিওয়েটকে

Big Breaking, এবার ইডির তলব রাজ্যের জনৈক হেভিওয়েটকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেশকিছু দুর্নীতি ও কেলেঙ্কারির তদন্তে নেমে পড়েছে সিবিআই ও ইডি। এই আবহে এবার মেট্রো ডেয়ারি মামলার তদন্তে তলব করা হয়েছে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রাক্তন সচিব বিপি গোপালিকাকে। মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হলেন এই বিপি গোপালিকা। গোয়েন্দাদের অভিযোগ, তাঁর সচিব পদে থাকার সময়ই, এই দপ্তরের একাধিক আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হলেন বিপি গোপালিকা। একাধিক সময়ে নবান্নে একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। একসময় তিনি ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব। গোয়েন্দাদের অভিযোগ, তাঁর পদে থাকাকালীন এই দপ্তরে ব্যাপকহারে আর্থিক তছরূপী ঘটেছে। তার তদন্ততেই এবার তাঁকে তলব করেছে ইডি। আগামী ২৪ সে মার্চ বেশকিছু নথিপত্রসহ তাঁকে ইডির দপ্তরে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব পদে যে সময় ছিলেন বিপি গোপালিকা, সে সময়েই এই দপ্তরের অধীনস্ত মেট্রো ডেয়ারির হস্তান্তর করা হয়েছিল। এ বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে, জানা যাচ্ছে। অন্যদিকে, এই মামলায় সম্প্রতি তলব ইডি করেছে আরো দুই আইএস অফিসারকে। আগামী সোমবার তাঁদের ইডির দপ্তরে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে।

গত, ২০১৭ সাল থেকে মেট্রো ডেয়ারি মামলার তদন্ত চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগে এই মামলার তদন্ত শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের অধীনস্থ মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপের কাছে জলের দামে বিক্রি করা হয়েছে। তাঁর অভিযোগ, মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার কেভেন্টার্স গ্রুপের কাছে ৮৫ কোটি ৫০ লক্ষ টাকাতে বিক্রি করেছে রাজ্য সরকার।

কিন্তু তার কিছুদিনের মধ্যেই কেভেন্টার্স গ্রুপ মেট্রো ডেয়ারির ১৫ শেয়ার সিঙ্গাপুরের মান্ডালা ক্যাপিটাল নামের এক সংস্থাকে ১৭০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, এই হিসেবে মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার ৫৩৩ কোটি টাকায় বিক্রি করা উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু রাজ্য তা বিক্রি করেছে মাত্র ৮৫ কোটি ৫০ লক্ষ টাকায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!