এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, এবার ইডির সমন পেলেন রাজ্যের দাপুটে নেতা ও প্রাক্তন মন্ত্রী

Big Breaking, এবার ইডির সমন পেলেন রাজ্যের দাপুটে নেতা ও প্রাক্তন মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার ইডির নোটিশ পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আগামী ১৮ ই মার্চ ইডির দপ্তরে তাঁকে উপস্থিত হবার নির্দেশ দেয়া হল। নির্বাচনের পূর্বে তৃণমূলে সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। আবার, কামারহাটি থেকেই প্রার্থী করা হয়েছে তাঁকে। তাই এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলো রাজ্যের শাসক দল তৃণমূল।

আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন রকম কেলেঙ্কারি নিয়ে তীব্র গতিতে তদন্ত চলছে সিবিআই ও ইডির। আজ তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে ইডি তলব করেছিল সারদাকাণ্ডের তদন্তে। আবার তাঁকে ইডি তলব করেছে। এই পরিস্থিতিতে আগামী ১৮ ই মার্চ ইডির দপ্তরে তলব করা হলো মদন মিত্রকে। সারদাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে, বেশ কিছুটা সময় জেলে কাটিয়েছিলেন মদন মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ে জেলে ছিলেন মদন মিত্র। গত বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে, নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের কাছে। সারদাকাণ্ডে জামিনে জেলমুক্ত হবার পরে একাধিকবার মদন মিত্রকে তলব করেছিল সিবিআই ও ইডি। প্রতিবারই তিনি হাজিরা দিয়েছেন। অন্যদিকে, আইকোর কাণ্ডের তদন্তে সম্প্রতি সিবিআই তলব করেছে তৃণমূল নেতা মানস ভূঁইয়াকে। আবার, সারদাকাণ্ডের তদন্তে সিবিআই তলব করেছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!