Big Breaking এবার টালা থানার ওসিকে নিয়ে বড় পদক্ষেপ, আজই আদালতের দ্বারস্থ সিবিআই! কলকাতা রাজ্য September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের ঘটনায় প্রথম দিন থেকেই পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। পরবর্তীতে ১৪ আগস্ট সেই আরজিকরে ভাঙচুর হলেও পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, তা নিয়েও প্রতি সময় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলের পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সেই আরজিকরের ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। আর এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ধৃত টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই কারণেই এবার আদালতের শরণাপন্ন হতে চলেছে তারা। জানা গিয়েছে, আজই এই ব্যাপারে আদালতের কাছে আবেদন করবে সিবিআই। স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধৃত অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্ট নিয়ে আবেদন করলেও আদালত কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -