এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > Big Breaking, একনজরে দেখে নিন কংগ্রেসের প্রার্থী তালিকা

Big Breaking, একনজরে দেখে নিন কংগ্রেসের প্রার্থী তালিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বপ্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এরপর প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সিপিএম। গতকাল প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বিজেপির পর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দফার যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, মোট ১৩ জন প্রার্থীর নাম রয়েছে। এবার এক নজরে দেখে নিন, কোন কেন্দ্র থেকে কোন কংগ্রেস প্রার্থী লড়াই করবেন।

পাথরপ্রতিমাতে কংগ্রেসের প্রার্থী হলেন সুখদেব বেরা। কাকদ্বীপ আসন থেকে প্রার্থী হলেন ইন্দ্রনীল রাউত। মানিক ভৌমিক কংগ্রেসের প্রার্থী হলেন ময়না থেকে।এগরায় কংগ্রেসের প্রার্থী হলেন মানসকুমার কর মহাপাত্র। ভগবানপুর থেকে কংগ্রেসের প্রার্থী হলেন শিউ মাইতি। খড়গপুর সদর থেকে প্রার্থী হলেন সমীর রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সবং থেকে কংগ্রেস প্রার্থী হলেন চিরঞ্জীবি ভৌমিক। বলরামপুরপুর থেকে কংগ্রেস প্রার্থী হলেন উত্তম বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর থেকে প্রার্থী হলেন দেবু চট্টোপাধ্যায়।কোতুলপুর থেকে কংগ্রেস প্রার্থী হলেন অক্ষয় সাঁতার। বাঘমুন্ডি থেকে প্রার্থী হলেন নেপাল মাহাতো। পুরুলিয়া থেকে প্রার্থী হলেন পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়।বাঁকুড়া থেকে প্রার্থী হলেন রাধারানী বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকাতে তারকা প্রার্থীর আধিক্য দেখা গেলেও, বিজেপির প্রার্থী তালিকাতে তারকা প্রার্থীর উপস্থিতি এখনো পর্যন্ত তেমন নেই। পরিবর্তে আদিবাসী, তপশিলি জাতি- উপজাতিকে প্রাধান্য দেয়া হয়েছে। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন শুভেন্দু অধিকারী, ডেবরাতে হুমায়ুন কবীরের বিরুদ্ধে লড়াই করবেন ভারতী ঘোষ, ময়নাতে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেট তারকা অশোক দিন্দাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!