Big Breaking একেই বলে আন্দোলন, ঠেলায় পড়ে জুনিয়র চিকিৎসকদের মঞ্চে মুখ্যসচিব! কলকাতা রাজ্য October 19, 2024October 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- হাসপাতালের পরিকাঠামো এবং উন্নতির জন্যই বেশ কিছু দাবি সরকারের কাছে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সরকার ঠিকমতো সেটাকে পাত্তা না দেওয়ায় তৈরি হয় জটিলতা। প্রথমে দীর্ঘদিন আন্দোলন এবং তারপর এখন আমরণ অনশনের রাস্তায় রয়েছেন আন্দোলনকারীরা। তবে সরকারের পক্ষ থেকে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী মঙ্গলবার থেকে স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘটের হুশিয়ারি দিয়েছেন তারা। আর এই পরিস্থিতিতে এবার আন্দোলনের তীব্রতা বুঝেই কি বড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য প্রশাসন? সূত্রের খবর, কিছুক্ষণ আগেই ধর্মতলায় যেখানে জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আন্দোলনে বসে রয়েছেন, তাদের সেই মঞ্চে পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তার এইভাবে জুনিয়ার চিকিৎসকদের অবস্থান মঞ্চে পৌঁছে দেওয়ার কার্যত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছেন, তাতে তাদের আন্দোলনের ঝাঁঝ না বাড়ে, তার জন্যই হয়ত রাজ্য প্রশাসনের দুই কর্তার তড়িঘড়ি এই পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আদৌ বরফ গলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -