এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking “এটা কি গণধর্ষণ?” আরজিকর মামলায় সিবিআইকে বড় প্রশ্ন বিচারপতির!

Big Breaking “এটা কি গণধর্ষণ?” আরজিকর মামলায় সিবিআইকে বড় প্রশ্ন বিচারপতির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– অবশেষে আজ কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি শুরু হয়েছে। আর সেখানেই সিবিআইয়ের উদ্দেশ্যে বড় প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর বিচারপতির প্রশ্নের মুখে পড়ে সিবিআই কি উত্তর দেয়, তার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টে অভয়া মামলার শুনানি হয়। আর সেখানেই সিবিআইয়ের উদ্দেশ্যে বড় প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, “এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে, এটা গণধর্ষণের ঘটনা? যদি মনে হয়ে থাকে, তাহলে সেই সন্দেহভাজন কারা?”

একাংশ বলছেন, কলকাতা হাইকোর্টে মামলার প্রথম দিনের শুনানিতেই দুধ এবং জল আলাদা হতে চলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেভাবে সিবিআইকে প্রশ্নবানে বিদ্ধ করেছেন, তাতে সিবিআইকে এবার তাদের জবাব দিতে হবে। আর সেই জবাবের ওপরেই এই মামলার ভবিষ্যৎ এবং যারা বড় মাথা, তাদের পর্দাফাঁস হবে বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!