এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, ফের অনিশ্চয়তা গঙ্গাসাগর মেলাকে ঘিরে, আদালতের হাতে ঝুলে রইলো ভাগ্য

Big Breaking, ফের অনিশ্চয়তা গঙ্গাসাগর মেলাকে ঘিরে, আদালতের হাতে ঝুলে রইলো ভাগ্য


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে যেভাবে বাড়ছে করোনার সংক্রমণ, সেই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার অনুষ্ঠান করা হলে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে, এ কারণে গঙ্গাসাগর মেলা এবারের জন্য স্থগিত রাখার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জনৈক সমাজকর্মী। তবে, আদালতের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা বন্ধ করা হয়নি। কিছু শর্ত মেনে গঙ্গাসাগর মেলার অনুমতি দেয়া হয়েছিল।

কিন্তু এরপর থেকে করোনা সংক্রমণ আরো ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের ২৪ হাজার মানুষ। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন একাধিক আইনজীবী। আদালত এই মামলা গ্রহণ করেছে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তিনজন আইনজীবী। যারা হলেন কবিরুল ইসলাম, অজয় কুমার দে, প্রমোদ ভার্মা প্রমুখরা। গঙ্গা সাগর মেলা নিয়ে আদালত যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে। জানা যাচ্ছে, আজ দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গঙ্গাসাগর মেলাতে সঠিক ভাবে বিধি- নিষেধ মান্য করা হচ্ছে কিনা? তা পরিদর্শনের জন্য তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতির পরিবর্তে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের আবেদন জানিয়েছেন এই তিন আইনজীবী।

রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তার পরিপ্রেক্ষিতে গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন আইনজীবীরা। আজ দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হতে চলেছে। অর্থাৎ গঙ্গাসাগর মেলার ভাগ্য ফের আটকে গেল আদালতের হাতে। তাই আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রাজ্যের আপামর জনতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!