এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking,ফের মেগা যোগদান ঘাসফুলে, এবার যোগদান করছেন ক্রীড়াজগতের দুই স্বনামধন্য

Big Breaking,ফের মেগা যোগদান ঘাসফুলে, এবার যোগদান করছেন ক্রীড়াজগতের দুই স্বনামধন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলে যোগদানের যেন জোয়ার চলছে। একের পর এক হেভিওয়েট রাজনীতিবিদ ও স্বনামধন্য ব্যক্তিত্ব যোগদান করতে শুরু করেছেন তৃণমূলে। আর তৃতীয়বারের বাংলা জয়ের পর রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও যোগদান করলেন তৃণমূলে। তাঁর সঙ্গে আরও বেশকিছু হেভিওয়েট তৃণমূলে যোগদান করেছেন। আর এবার গোয়ায় ক্রীড়াজগতের দুই স্বনামধন্য ব্যক্তিত্ব যোগদান করতে চলেছেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশের প্রাক্তন ডিফেন্ডার ডেনজিল ফ্রাঙ্কো, সিনিয়র বক্সিং অফিসার লেনি দা গামা যোগদান করবেন তৃণমূলে। তৃণমূলে যোগদান করার মাধ্যমেই তাঁরা শুরু করতে চলেছেন তাদের রাজনীতির সফর। এ প্রসঙ্গে ডেনজিল ফ্রাঙ্কো জানিয়েছেন যে, আগামী বছর গোয়াতে রয়েছে বিধানসভা নির্বাচন। যেখানে তিনি লড়াই করতে ইচ্ছুক। ডেনজিল ফ্রাঙ্কো আরও জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি খেলাধুলার প্রতি সমর্থন করছে না। এ কারনেই হতাশ হয়ে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খেলাধুলা নিয়ে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের সঙ্গে অনেক কথাবার্তা তিনি বলেছেন। এখন আলাদা কিছু করার সময় এসেছে।

অন্যদিকে, তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র বক্সিং অফিসার লেনি দা গামা। রেফারি, বিচারক হিসেবে কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন তিনি। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ক্রীড়াজগতের দুই স্বনামধন্যর তৃণমূলে যোগদান নিমেষের মধ্যে উজ্জীবিত করবে তৃণমূল শিবিরকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের এই যোগদানের ফলে গোয়াতে মজবুত হবে ঘাসফুল সংগঠন। আর আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যা দলকে যোগাবে বাড়তি অক্সিজেন, এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!