Big Breaking ফের রাজ্যপালকে চূড়ান্ত অসম্মান! আজব মন্তব্য বিমানের, এবার কি অ্যাকশন নেবেন বোস? কলকাতা রাজনীতি রাজ্য July 4, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে চূড়ান্ত জটিলতা চলছে। পরিস্থিতি এমন যে, প্রত্যেকদিন বিধানসভায় ধর্না দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনরা। কিন্তু তবুও রাজ্যপাল মাথা নত করতে রাজি নয়। কারণ তিনি সাংবিধানিক প্রধান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য আসতে হবে বিধানসভায়। কিন্তু তারা সেখানে না গিয়ে যে ইগো দেখাচ্ছেন, তা সত্যিই প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। আর এই পরিস্থিতিতে ফের রাজ্যপালকে চূড়ান্ত অসম্মান করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন যে কথা বললেন, তারপর প্রশ্ন উঠছে যে, এবার কি অন্তত নীরবতা ভেঙে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার মত ক্ষমতা দেখাবেন সি ভি আনন্দ বোস?প্রসঙ্গত, শপথ নিয়ে জটিলতার মাঝেই আগামীকাল রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে চলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়ে এদিন তাকে প্রশ্ন করা হলে তিনি রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দুর্বল ভাববেন না। বিধানসভা রাজ্যপালের ওপর নির্ভর করে না।” আর স্পিকারের এই মন্তব্য নিয়েই একাংশ বলছেন যে, কত বড় ক্ষমতা থাকলে একজন স্পিকার সাংবিধানিক প্রধানকে এইভাবে অসম্মান করতে পারেন! তবে অনেক তো সহ্য করলেন রাজ্যপাল। তাহলে এবার অন্তত তিনি বিধানসভার স্পিকার যে মন্তব্য তার বিরুদ্ধে করেছেন, সাংবিধানিক প্রধান হিসেবে তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাকশন নিন। যদি এরপরেও তিনি চুপচাপ থাকেন, তাহলে বুঝে নিতে হবে, তিনি অপমান সহ্য করার জন্যই এই চেয়ারটায় বসে আছেন। আর তৃণমূলকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -