এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্য সরকার

Big Breaking, ফের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্য সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিরুদ্ধে আজ আবার আদালতের দ্বারস্থ হলো রাজ্য সরকার। গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুভেন্দু অধিকারীকে এক রক্ষাকবচ দিয়েছে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজেশ মানথানার সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না। তবে, তাঁর প্রাক্তন দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর মামলা ও চাকরির প্রতারণার মামলার তদন্ত করা যাবে। তবে, শুভেন্দু অধিকারীর ইচ্ছামতোই জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশকে। তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে চাইলে আগে আদালতে অনুমোদন নিতে হবে। আজ এই রায়ের বিরুদ্ধে আবার আদালতের দ্বারস্থ রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল, তাতে যথেষ্ট আপত্তি ছিল রাজ্য সরকারের। রাজ্যের বক্তব্য ছিল, আদালতের এই নির্দেশ একেবারেই মেনে নেওয়া যায় না। তদন্ত এতে বাধা প্রাপ্ত হবে। তাই আজ মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সরকার। আজ হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। আগামীকাল এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!