এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, ফিরহাদ হাকিমের স্থলে নতুন প্রশাসক এলেন কলকাতা পুরসভায়

Big Breaking, ফিরহাদ হাকিমের স্থলে নতুন প্রশাসক এলেন কলকাতা পুরসভায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নির্দেশের পর প্রশাসক বদল হলো কলকাতা পুরসভার। পুরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর স্থলে নতুন প্রশাসক রূপে নিযুক্ত হলেন পুর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদ। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, যতদিন পর্যন্ত পুরভোটের মাধ্যমে পুরসভার নতুন বোর্ড গঠন না হবে, ততদিন এই দায়িত্বে বহাল থাকবেন তিনি।

প্রসঙ্গত, গত বছরই রাজ্যের বহু পুরসভা ও পুরনিগমের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। করোনার কারণ দেখিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরভোট করানো হয়নি। পরিবর্তে বিদায়ী মেয়র বা চেয়ারম্যানদের পুর প্রশাসক রূপে নিযুক্ত করে, তাঁদের নেতৃত্বে প্রশাসক বোর্ড গঠন করা হয়। কলকাতায় প্রথম এই পদক্ষেপ নেয়া হয়েছিল। এরপর একে একে রাজ্যের বিভিন্ন পুরসভায় এই পদক্ষেপ নেয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানায়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এরপর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ ওঠে নির্বাচনের সময় পুর প্রশাসকের দায়িত্বে থাকা রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারেন। এরপর রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠি দেওয়া হয়।

যে চিঠিতে জানানো হয় যে, পুর প্রশাসকের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের অপসারিত করতে হবে। পদে আনতে হবে সরকারি আধিকারিকদের। এরপর গত শনিবার পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। সেদিন রাতেই তিনি পুরসচিব খলিল আহমেদের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজকের মধ্যেই পুর প্রশাসকের দায়িত্বতে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সড়িয়ে দিতে হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!