এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, গঙ্গাসাগর মেলা নিয়ে এবার বড়োসড়ো রায়দান আদালতের

Big Breaking, গঙ্গাসাগর মেলা নিয়ে এবার বড়োসড়ো রায়দান আদালতের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তীব্র করোনা সংক্রমণের আবহে গঙ্গাসাগর মেলার আয়োজন করা কতটা যুক্তিযুক্ত? তা নিয়ে জনস্বার্থ মামলা চলছে আদালতে। রাজ্যে যখন তীব্রভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেই অবস্থায় গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হলে সংক্রমনের মাত্রা বহুলাংশে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে মেলা বন্ধের জন্য মামলা চলছে হাইকোর্টে। এবার এ বিষয়ে বিশেষ সিদ্ধান্ত জানালো হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত করার অনুমতি দেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত শর্ত মেনে তথা স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত করা যাবে। তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? তা খতিয়ে দেখতে হবে। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উপযুক্ত ব্যবস্থা না করেই ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়ে দিতে গিয়ে বিপদ ডেকে আনছে রাজ্য। গঙ্গাসাগর মেলা যাতে অনুষ্ঠিত না হতে পারে, সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আর্জি জানাতে পারে রাজ্য বিজেপি। এই অবস্থায় আদালতের এই রায়ে যথেষ্ঠ বড় রকম ধাক্কা খেলো বিজেপি। অন্যদিকে হাসি চওড়া হলো রাজ্য সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!