Big Breaking চলতি মাসেই ফের এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি, কি নির্দেশ সুপ্রিম কোর্টের! রাজ্য January 15, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ গোটা রাজ্যের নজর ছিল শীর্ষ আদালতের দিকে। কারণ সেখানে এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল। আর সেই শুনানিতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টে এই ২৬ হাজার এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি পর্ব শুরু হয়। আর সেখানেই শুরু হয় সওয়াল জবাব। সমস্ত যোগ্য চাকরি প্রাপকরা যাতে বঞ্চিত না হন, তার জন্য আবেদন জানান আইনজীবি মুকুল রোহতগি। আর সবকিছুর পরে আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। আর সেদিনই সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে বলেই জানানো হয়েছে। সব মিলিয়ে পরবর্তী শুনানিতে কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -