এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, ইডির তৎপরতায় বড়সড় বিপাকে যুব তৃণমূল নেতা

Big Breaking, ইডির তৎপরতায় বড়সড় বিপাকে যুব তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দ্রুত গতিতে চলছে কয়লা পাচার ও গরু পাচার কাণ্ডের তদন্ত। সিবিআই ও ইডি একযোগে তদন্ত করছে গরু পাচার, কয়লা পাচার কান্ডের। গরু পাচার কাণ্ডে নাম জড়িয়েছে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের। তাঁকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠানো হয়েছে, তবে এখনো পর্যন্ত বিনয় মিশ্র ফেরার। তাঁর নামে রেড কর্নার নোটিস জারি করার প্রস্তুতি নিয়েছে সিবিআই। এবার তাঁর একটি বাড়িসহ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি।

ব্যবসায়ী ও যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের কলকাতার রাস বিহারী এলাকার একটি বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। গোয়েন্দা সূত্রের খবর, এই বাড়িটি প্রায় ৩ কোটি টাকা দিয়ে কিনেছিলেন বিনয় মিশ্র। গোয়েন্দাদের নজর থেকে বাঁচতে বাড়িটি অনন্ত ট্রেড কম নামের একটি সংস্থার নামে রেজিস্টার করেছিলেন তিনি। এবার, বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্রের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে ইডি। যার মধ্যে এই বাড়িটিও রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়েন্দাদের অভিযোগ, গরু পাচার কান্ডের মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে অবৈধ অর্থ প্রভাবশালীদের কাছে পৌঁছে দেবার কাজ করতেন বিনয় মিশ্র। তাকে একাধিকবার তলব করেছে সিবিআই। তবে, এখনো পর্যন্ত বিনয় মিশ্র ফেরার। এবার তার বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট নোটিশ জারি করার পর, তার নামে রেড কর্নার নোটিস জারির পদক্ষেপ নিল সিবিআই। এজন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। এই রেড কর্নার নোটিস জারি হলে বিদেশেও পালাবার পথ পাবেন না বিনয় মিশ্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!