এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking সীমান্তে অশান্তির পরিস্থিতি, তড়িঘড়ি পৌছে গেলেন দুই বিজেপি বিধায়ক! জেনে নিন!

Big Breaking সীমান্তে অশান্তির পরিস্থিতি, তড়িঘড়ি পৌছে গেলেন দুই বিজেপি বিধায়ক! জেনে নিন!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বিএসএফের সঙ্গে বিজিবির কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে দড়ি টানাটানি চলেছে, তাতে মাঝেমধ্যেই সীমান্ত উত্তপ্ত হতে শুরু করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাকে সামাল দিতে চাইছে সব পক্ষই। কিন্তু তারপরেও বাংলাদেশ সরকারের এবং বিজিবির পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে এবার ওপার থেকে যখন কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তখনই সীমান্ত পরিদর্শনে গেলেন বাংলার দুই বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, এদিন মালদহের
হবিবপুরে সীমান্ত এলাকায় পৌঁছে যান বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। যেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়ে কথা বলেন তিনি। একইভাবে বালুরঘাটেও সীমান্ত এলাকায় পৌঁছে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। অর্থাৎ সীমান্তে যখন বিএসএফকে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তখন কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা জানার পাশাপাশি সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর হলেন দুই বিজেপি বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!