এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big breaking জয়ের পরই তৃণমূলে যোগ দিচ্ছেন এই হেভিওয়েট! ব্যাপক উচ্ছাস ঘাসফুলে!

Big breaking জয়ের পরই তৃণমূলে যোগ দিচ্ছেন এই হেভিওয়েট! ব্যাপক উচ্ছাস ঘাসফুলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। বিপুল আসনে জয় পেয়ে তৃতীয় বারের জন্য পৌরবোর্ড দখল করতে চলেছে ঘাসফুল শিবির। আর এর মাঝেই আবারও এক বড়সড় খুশির খবর এলো তৃণমূল শিবিরে। যেখানে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করার পরেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন পূর্বাশা নস্কর। স্বাভাবিক ভাবেই এর ফলে যে তৃণমূলের সদস্য সংখ্যা আরও একটি বাড়তে চলেছে এবং হতাশা তৈরি হয়েছে বিরোধী শিবিরে, তা বলার অপেক্ষা রাখে না।

 

আজ কলকাতা পৌরসভার ফলাফল প্রকাশিত হয়‌ যেখানে 141 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী পূর্বাশা নস্করকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। আর তারপরেই তিনি জানিয়ে দেন, তিনি তৃণমূলে যোগ দিতে চান। এদিন এই প্রসঙ্গে পূর্বাশা নস্কর বলেন, “অবশ্যই তৃণমূলে যোগ দেব। ছোটো থেকেই ইচ্ছে ছিল, যদি আমি রাজনীতিতে আসি, তবে তৃণমূলেই। মমতাদিকে আমি সাপোর্ট করি। এর আগে কোনদিন পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না। আমাকে পাড়ার পাঁচটা লোক দাড় করিয়েছেন। এটা পুরোটাই জনতার জয়। আমার জিত মানে সবার জিত।” বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেসের পৌরসভায় ক্ষমতা দখল শুধু সময়ের অপেক্ষা।

 

কিন্তু তার মাঝেই যেভাবে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে পূর্বাশা নস্কর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তাতে ব্যাপক উচ্ছাস তৈরি হয়েছে তৃণমূল শিবিরে। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। শেষ পর্যন্ত এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস, নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করলেও শেষ পর্যন্ত কি তৃণমূলের প্রতিনিধি হিসেবেই পৌরসভায় পা রাখেন পূর্বাশা নস্কর, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!