Big Breaking জুনিয়র চিকিৎসকদের অনশনে কাবু রাজ্য, দিদি হিসেবে বড় অনুরোধ মমতার! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য October 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জুনিয়র চিকিৎসকদের টানা আমরন অনশনে অবশেষে কি ঘুম ভাঙলো এই রাজ্য সরকারের? আজ তাদের মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। আর তারপরেই ফোনে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেন তিনি। সূত্রের খবর, আজ মুখ্যসচিবের উপস্থিতিতে ফোনে জুনিয়র চিকিৎসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেভাবে তারা টানা অনশন চালিয়ে যাচ্ছেন, তা অব্যাহত করে নেওয়ার অনুরোধ জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন।” একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আন্দোলনের কাছে নত হতে কেউ দেখেনি। আসলে যে লাগাতার আন্দোলন চলছে, তাতে তার সরকার কাবু হয়ে গিয়েছে। আর সেই কারণেই এবার মুখ্যমন্ত্রী থেকে দিদি হয়ে গিয়ে অনশন যাতে জুনিয়র চিকিৎসকরা তুলে নেন, তার জন্য আবেদন জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -