এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking,কবে থেকে দেশে চালু হবে সিএএ? কারা পাবেন নাগরিকত্ব? গুরুত্বপূর্ণ বক্তব্য দিলীপ ঘোষের

Big Breaking,কবে থেকে দেশে চালু হবে সিএএ? কারা পাবেন নাগরিকত্ব? গুরুত্বপূর্ণ বক্তব্য দিলীপ ঘোষের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় ২ বছর হলো সিএএ বিল আইনে পরিণত হলেও এখনো তা কার্যকর করা হয়নি। কবে থেকে সিএএ চালু হবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। সিএএ আইন দ্রুত চালু করার দাবিতে বারবার আন্দোলনে নামতে দেখা গেছে মতুয়াদের। এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, শুধু মতুয়া নয়, তাঁর ধারণা অনুযায়ী প্রায় তিন কোটির কাছাকাছি মানুষ যারা পূর্ব বাংলা থেকে এই রাজ্যে এসেছেন তারা সকলেই সিএএ হলে নাগরিকত্বের সুবিধা পাবেন। সেজন্যই এটা করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি অর্ধেক কাজ শেষ করেছে, অর্ধেক কাজ এখনো বাকি আছে। পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে সেটাও করে ফেলা হবে। বিজেপি এই কাজ করতে পারে, এই বিশ্বাসেই মতুয়ারা বিজেপিতে এসেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন।

এরপর মতুয়াদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ জানালেন, তিনি তাদের ধৈর্য ধরার অনুরোধ করছেন ৭০-৭৫ বছর লেগে গিয়েছে সিএএ করতে। এক বছর বা দেড় বছর তাই বড় কোনো ঘটনা নয়। বিজেপির আমলে যারা আশা করে বসে আছেন, তারা সকলেই নাগরিকত্ব পাবেন। অন্যদিকে গতকাল রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই কার্যকর করা হবে সিএএ। এবার একই ধরণের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। যা থেকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সিএএ চালু হতে বেশি বিলম্ব হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!