Big Breaking, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হলেন জনৈক নেতা উত্তরবঙ্গ বিশেষ খবর রাজ্য March 1, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হলেন বামাপদ দে নামে এক নেতা। জানা গেছে, কয়লা পাচার কাণ্ডে বিরাট ভূমিকা আছে তাঁর। অনুপ মাঝি বা লালার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে, বামাপদ দে নামে এই নেতার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল লালার। কয়লা পাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি বিশেষভাবে। এ বিষয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য, তাঁর কাছে আছে বলে, গোয়েন্দাদের অনুমান। কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে? কোন কোন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে? ইতিমধ্যেই তার ব্লুপ্রিন্ট তৈরী করে নিয়েছেন সিবিআই আধিকারিকেরা। তদন্তে যদি তিনি সহযোগিতা না করেন, তবে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে সিবিআই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে, আজ অনুপ মাঝি বা লালার মামলার শুনানি সুপ্রিম কোর্টে। ফেরার লালাকে ধরতেই একে একে তার ঘনিষ্ঠদের দিকে জাল ফেলেছে সিবিআই। এদিকে আজ থেকে শিলিগুড়ি শহরে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এখনো পর্যন্ত শিলিগুড়িতে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। নিকটবর্তী জলপাইগুড়ি জেলায় কিছুদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। আপনার মতামত জানান -