এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ বিজেপির, বড়সড় অস্বস্তিতে তৃণমূল!

Big Breaking মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিশ বিজেপির, বড়সড় অস্বস্তিতে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 সালে সংসদে পা রাখার পর থেকেই রীতিমত বিজেপি সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার বিভিন্ন মন্তব্য নিয়ে নানা সময় তৈরি হয়েছে বিতর্ক। আর এবার সেই মহুয়া মৈত্র বিরুদ্ধে সংসদের স্বাধীকার ভঙ্গের নোটিশ জমা দিলেন দুই বিজেপি সাংসদ।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। যেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর কাজকর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি বলে অভিযোগ ওঠে। যে মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করে।

পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, মহুয়াদেবীর বক্তৃতার সেই অংশ লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের সেই সাংসদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ জমা দিতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই দুই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং পি পি চৌধুরী এই ব্যাপারে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি নোটিশ জমা দিয়েছেন। তাদের দাবি, গত 8 ফেব্রুয়ারি প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মহুয়া মৈত্র একটি মন্তব্য করেছেন। তার জন্যই এই নোটিশ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এর আগেও বহু ভাষণ দিতে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই তৃণমূল সাংসদ। কিন্তু তার পরেও মাথা নত করতে দেখা যায়নি তাকে। উল্টে বিজেপির বিরুদ্ধে তার মন্তব্য রীতিমত বিরোধীদের বাড়তি অক্সিজেন যুগিয়েছিল। আর এই পরিস্থিতিতে বিজেপির দুই সাংসদের এই উদ্যোগ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এখন বিজেপি সাংসদদের এই উদ্যোগে তৃনমূল সাংসদ কি প্রতিক্রিয়া দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!