Big Breaking মমতা পুলিশের মুখে ঝামা, কলতানকে জামিন দিল কলকাতা হাইকোর্ট! কলকাতা তৃণমূল বামফ্রন্ট রাজনীতি রাজ্য September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের দিকে। কারণ সেখানে অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার হওয়া বাম নেতা কলতান দাশগুপ্তের জামিনের মামলার শুনানি চলছিল। অবশেষে সন্ধ্যে হতেই এলো বড় খবর। যেখানে সেই বাম নেতাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। আর এর ফলে আরও একবার রাজ্য পুলিশের মুখে ঝামা ঘষা পড়লো বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের কলতান দাশগুপ্তের জামিনের মামলার শুনানি চলছিল। অবশেষে এই বাম নেতার জামিন মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি তাকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আদালতের পক্ষ থেকে বাম নেতার জামিন মঞ্জুর হতেই রীতিমত উচ্ছ্বাস তৈরি হয়েছে বাম শিবিরের মধ্যে। পাশাপাশি অডিও ক্লিপ নিয়ে পুলিশ যেভাবে বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করেছিল, তাতে আদালত জামিনের আবেদন মঞ্জুর করায় সেই পুলিশের ভূমিকা আরও একবার প্রশ্নের মুখে পড়ে গেল। কার্যত আরজিকর কান্ডের মাঝে এই ঘটনায় আরও অস্বস্তিতে পড়ে গেল রাজ্য প্রশাসন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -