এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Big Breaking মমতার গলাতেও শোনা যাবে “জয় শ্রীরাম,” বিস্ফোরক অমিত শাহ!

Big Breaking মমতার গলাতেও শোনা যাবে “জয় শ্রীরাম,” বিস্ফোরক অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল নেত্রী রামনাম সহ্য করতে পারেন না। এক্ষেত্রে বিভিন্ন সময়ে সেই “জয় শ্রীরাম” স্লোগান তোলা হলে তা নিয়ে উত্তপ্ত হতে দেখা গেছে রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে উঠলে দর্শকাসন থেকে সেই শ্লোগান উঠতে শুরু করে। আর তারপরই নিজের বক্তব্য বয়কট করেন বাংলার মুখ্যমন্ত্রী।

স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে গেরুয়া শিবির। কেন রামনাম সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে নানা মহলে তৈরি হয় প্রশ্ন। আর এবার নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও “জয় শ্রীরাম” শোনা যাবে বলে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিক ভাবেই বিজেপির সর্বভারতীয় চাণক্যের গলায় এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত জল্পনা বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। আর সেখানেই রামনামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। প্রকাশ্য সভা থেকে অমিত অমিত শাহ বলেন, “রামনামে এত আপত্তি কেন? ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও জয় শ্রীরাম শোনা যাবে।” কিন্তু কেন হঠাৎ এই ধরনের মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি তিনি ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই রামের নামে স্লোগান নিয়ে আপত্তি করেছেন, এমনকি প্রশ্ন তুলেছেন বিজেপির বিরুদ্ধে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে আগামী নির্বাচনের পরে কেন রামনামের ধ্বনি শোনা যাবে! অমিত শাহের মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে জোরদার টক্কর হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেদিক থেকে অমিত শাহ রাজ্যে এসে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে, একথা বুঝিয়ে দিয়ে “মমতা বন্দ্যোপাধ্যায়কেও জয় শ্রীরাম বলতে হবে” বলে মন্তব্য করেছেন। অর্থাৎ তারা ক্ষমতায় আসলে সকলের মুখে এই রামের নাম শোনা যাবে বলে বুঝিয়ে দিতে চেয়েছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে অনেকে আবার বলছেন, যদি ক্ষমতার পরিবর্তন হয় এবং বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করে, তাহলে হয়ত বা অনেক সমীকরণের বদল ঘটতে পারে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় “জয় শ্রীরামের” ধ্বনি শোনা যাবে বলে অমিত শাহের এই মন্তব্য রীতিমত জল্পনা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মধ্যে। তবে যে যাই বলুন না কেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় চাণক্য এই ধরনের মন্তব্য করায় বিজেপি নেতা কর্মীরা যে অনেকটাই উজ্জীবিত, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!