এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking মোদীর সঙ্গে সাক্ষাৎ ধনকরের, জল্পনা তুঙ্গে!

Big Breaking মোদীর সঙ্গে সাক্ষাৎ ধনকরের, জল্পনা তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মঙ্গলবার সনাতন ধর্মালম্বী মানুষদের নিয়ে রাজভবনে যান বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে জাগদীপ ধনকারের সঙ্গে দেখা করে “খেলা হবে” দিবসের দিন যাতে পরিবর্তন করা হয়, তার জন্য আবেদন করেন তিনি। আর তারপরেই জানতে পারা যায় যে, জাগদীপ ধনকার দিল্লি সফরে যাচ্ছেন। স্বভাবতই বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করার পরেই রাজ্যপালের এই দিল্লি সফর ঘিরে বাড়তে শুরু করে জল্পনা। আর এবার দিল্লিতে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। যে সাক্ষাৎকে কেন্দ্র করে নানা গুঞ্জন তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।

সূত্রের খবর, আজ দিল্লিতে গিয়ে সংসদ ভবনে উপস্থিত হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। আর সেখানেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গে তৃতীয়বার তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিষয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে। এমনকি বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্যপালের কাছে নানা বিষয়ে অভিযোগ জানানোর পরই পাল্টা তৃণমূল সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছিল সেই রাজ্যপালকে।

এমনকি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ঠিক নেই, সেই ব্যাপারেও বারবার মন্তব্য করেছিলেন তিনি। যার ফলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এমনকি গোটা বিষয়ে রাজ্যের বিড়ম্বনা বাড়িয়ে মাঝেমধ্যেই দিল্লি সফর করতে গিয়ে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। দিল্লিতে গিয়ে সংসদ ভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে কি আলোচনা করলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান, এখন তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে চর্চা। তবে এই সাক্ষাৎ সম্পূর্ণরূপে সৌজন্যমূলক বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপালের এই দিল্লি সফর নিয়ে নানা মহলে আশা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। কেননা “খেলা হবে” দিবসকে কেন্দ্র করে বিরোধী দলের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিনে এই “খেলা হবে” দিবস কোনোভাবেই পালন করা উচিত নয় বলে রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকার যাতে “খেলা হবে” দিবস সেই দিন না করে, তার জন্য পাল্টা টুইট করতে দেখা গেছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে।

আর এমতাবস্তায় কেন্দ্রের দ্বারস্থ হয়ে রাজ্যের বিরুদ্ধে কি কোনো অভিযোগ জানাতে চলেছেন রাজ্যপাল, এখন তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন। টুইটে যতই রাজ্যপাল বলুক না কেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাস্তবে তা মানতে নারাজ সমালোচক মহলের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকালে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!