এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking মোদীর সভায় যোগ দিতে যাওয়ায় হামলার মুখে বিজেপি নেতা কর্মীরা! অগ্নিগর্ভ পরিস্থিতি!

Big Breaking মোদীর সভায় যোগ দিতে যাওয়ায় হামলার মুখে বিজেপি নেতা কর্মীরা! অগ্নিগর্ভ পরিস্থিতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উড়ালপুল, গ্যাস প্রকল্প সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি হলদিয়ার মঞ্চ থেকে। আর প্রধানমন্ত্রী তথা তাদের দলের নেতা বাংলায় আশায় রীতিমতো উজ্জীবিত বিজেপি নেতা কর্মীরা। আর সেই কারণে আজ সকাল থেকেই সেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার জন্য বিজেপি কর্মীদের প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার মুখে এবার বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের ধর্মা এলাকায়।

জানা যায়, আজ সকালে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বাসে করে যাচ্ছিলেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু কেশপুর থেকে হলদিয়া যাওয়ার পথেই তাদের বাসে হামলা করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের বাইক মিছিল থেকে ইটবৃষ্টি করা হয়েছে। যে ইটের আঘাতে তিনজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর। আর এই ঘটনার প্রতিবাদে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেছে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমত এলাকাজুড়ে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এইরকম ঘটনা বৃদ্ধি পেতে শুরু করেছে। এবারের নির্বাচনে জোর টক্কর হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেদিক থেকে দুই দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ করলেও সংঘর্ষ যাতে না হয়, তার জন্য বারবার সকলের কাছে আবেদন করেছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। কিন্তু তারপরেও যেভাবে প্রধানমন্ত্রী সরকারি সফরে আসার আগে সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার শিকার হলেন বিজেপি নেতা কর্মীরা, তাতে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে।

নির্বাচনের দামামা এখনও বাজেনি। কিন্তু তার আগেই যদি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর এই রকম হামলা হতে শুরু করে, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে গোটা পরিস্থিতি আরও সঙ্কটজনক হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকদের একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!