এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজীব বন্দ্যোপাধ্যায়

Big Breaking, মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজীব বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ডোমজুড়ের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়ে তাঁর মনোনয়নপত্র বাতিলের দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য কমিশনের কাছে দিয়েছেন। যা কমিশনের আইন অমান্যের সামিল। তাই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

আজ ডোমজুড়ের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যে চিঠিতে তিনি জানিয়েছেন যে, হাওড়া জেলার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে কল্যান ঘোষকে। এই নামেই তিনি নিজের প্রচার করছেন। কিন্তু কমিশনে তিনি যে হলফনামা দিয়েছেন, সেখানে তিনি তাঁর নাম লিখেছেন কল্যানেন্দু ঘোষ। আবার হলফনামাতে যে স্বাক্ষর দিয়েছেন তিনি, সেখানেও লিখেছেন কল্যানেন্দু ঘোষ। স্ট্যাম্প পেপারের হলফনামাও এই নামেই করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ডোমজুড়ে তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ নামেই দেয়াল লিখন, ইলেকট্রিক মাধ্যমে প্রচার করছেন। কিন্তু হলফনামায় লিখছেন তিনি কল্যানেন্দু ঘোষ। নিজের যে পরিচয় দিয়েছেন তিনি কমিশনের কাছে, সেখানে মিথ্যা পরিচয় তথা মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। তাই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আবার ইতিপূর্বে পুরুলিয়া জেলার জয়পুর আসনের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের প্রার্থীপদ বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নের স্কুটিনিতে ভুল পাওয়ায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাঁর মনোনয়নকে গ্রহণ করার নির্দেশ দিলেও, হাইকোর্টের অন্য বেঞ্চ তা বাতিল করে দিয়েছে।

এরফলে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে এই আসনে নির্দল প্রার্থী দাঁড় করানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এবার ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে? সেদিকে দৃষ্টি থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!