এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, মুখ্য মন্ত্রীর সফরের ঠিক পূর্বেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়লো বোলপুরে, ছড়ালো তীব্র চাঞ্চল্য

Big Breaking, মুখ্য মন্ত্রীর সফরের ঠিক পূর্বেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়লো বোলপুরে, ছড়ালো তীব্র চাঞ্চল্য

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল বীরভূমের সফর করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব বীরভূম জুড়ে। মুখ্যমন্ত্রী বোলপুরে রোডশো ও জনসভার অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর রোডশোয়ে অনেক বেশি লোক সমাগম হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোডশোর তুলনায়। এই পরিস্থিতিতে আজ সকালে বোলপুরে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা গেলো, ঘটনায় এলাকাজুড়ে ছড়ালো তীব্র চাঞ্চল্য।

প্রসঙ্গত, বোলপুরে বিশ্বভারতীর কাছেই শিবপুর মৌজার জমি অধিগ্রহণ করা হয়েছিল বাম শাসনকালে। যেখানে শিল্প-কারখানা করার ঘোষণা করেছিল বাম সরকার। এর পর রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী কারখানার পরিবর্তে এখানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান টাউনশিপ নির্মাণের ঘোষণা করেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এই স্থানে কল কারখানা নির্মাণ করলে স্থানটির পরিবেশ দূষিত হবে। তার পরিবর্তে এখানে যদি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও গীতবিতান টাউনশিপ নির্মাণ করা হয় তাহলে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ হন শিবপুর মৌজার জমি দানকারী কৃষকেরা। একাধিকবার তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এই পরিস্থিতিতে আজ সকালে শিবপুর মৌজার বিভিন্ন এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গেল। শিবপুর মৌজার জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চের নামে এই পোস্টার গুলি লেখা হয়েছে। বহু পোস্টার পাওয়া গেছে।
পোষ্টারে স্পষ্ট লেখা আছে, ” শিল্প না হলে, চাই জমি ফেরত। ”

এই পোস্টার গুলির মধ্যে কোনোটাতে লেখা আছে যে, বিশ্বভারতীর পাশেই বিশ্ববিদ্যালয় বানানোর নাম করে কবিগুরুর স্বপ্নের অপমান মেনে নেয়া হবে না। আবার আরেক পোস্টারে লেখা আছে যে, শিল্পের নামে প্রোমোটারি চালানো দুর্নীতিবাজ সরকার কখনই চান না তাঁরা। কোন পোস্টারে লেখা আছে যে, চাষির বুকের উপর বানানো পাঁচিল ভেঙে, গুঁড়িয়ে দেওয়ার আহ্বান। আরেক পোস্টারে লেখা আছে যে, ফাঁকতালে আদালত থেকে বড়লোকের বাংলো বিক্রি করে পয়সা লুট করার অনুমতি চাওয়া সরকার এবার দূর হোক।

শিবপুর জমি হারা কৃষক সংগ্রাম মঞ্চের নামে দেওয়া এই পোস্টারগুলি সামনে আসতেই শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সফরের আগেই দলের বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গীতবিতান তৈরীর পুরো বিষয়টিই শাসকদল তৃণমূলের ধাপ্পাবাজি। আবার, বাম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখানে শিল্প হলে কর্মসংস্থান হতো, স্থানীয় মানুষ উপকৃত হতে পারতেন। বামের কটাক্ষ, দূষণের কথা শাসকদল তৃণমূলের মুখে একেবারেই বেমানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!