এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, করোনা আবহে পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

Big Breaking, করোনা আবহে পুরভোট নিয়ে নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা আবহে রাজ্যের ৪ টি পুর নিগমের ভোট নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নির্দেশিকাতে জানানো হয়েছে যে, পুর ভোটের প্রচারে তারস্বরে মাইক বাজানো যাবে না। এছাড়া, পুর ভোটের প্রচারে প্লাস্টিক নির্মিত ব্যানার,ফেস্টুন ইত্যাদি ব্যবহার করা যাবে না। কঠোরভাবে করোনা বিধি মান্য করতে হবে। করোনা বিধি অমান্য করার অভিযোগে ৩ জন প্রার্থীকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন শোকজ করেছে। যাদের মধ্যে অন্যতম হলেন আসানসোলের বিজেপি প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে, পুরভোট নিয়ে বারবার রাজ্য কমিশনের নির্দেশিকা জারি প্রসঙ্গে সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, কমিশনের নির্দেশ মানা হচ্ছে না বলেই, নতুন করে গাইডলাইন জারি করতে হচ্ছে। তিনি জানিয়েছেন, এখন যদি ভোট করা হয় তবে পরিস্থিতি আরো ভয়ানক হবে। শুধুমাত্র গাইডলাইন তৈরি করে অবস্থার উন্নতি করা যাবেনা। নির্বাচন কমিশন যে নির্দেশিকা তৈরি করছে, সেটা কোন রাজনৈতিক দলই মানছে না। স্থানে স্থানে কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, মানুষ সেখান থেকে বেরিয়ে কিভাবে ভোট দিতে যাবেন? তিনি আশঙ্কা করছেন দুষ্কৃতীরা ভোট লুঠ করবে। এ কারণে পুরভোট অন্তত এক মাস পিছিয়ে দেয়ার যুক্তি দিয়েছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!