এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking নন্দীগ্রামে বিজেপি প্রার্থী কি শুভেন্দু? নয়া মন্তব্যে বাড়ল জল্পনা!

Big Breaking নন্দীগ্রামে বিজেপি প্রার্থী কি শুভেন্দু? নয়া মন্তব্যে বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আগামী বিধানসভা নির্বাচনে সারা রাজ্যের অন্যান্য আসনের দিকে প্রত্যেকের নজর থাকবে। কিন্তু সব থেকে বেশি যে আসনের দিকে নজর থাকবে, তা হল আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম। যেখানে ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন বলে নিজেই ঘোষণা করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী।

আর তারপর থেকেই কার্যত জমে উঠেছে রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই নন্দীগ্রামের ভূমিপুত্র তথা প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি।তার তারপর সেই নন্দীগ্রামের মাটি যে তাদের দখলে আছে, তা প্রমাণ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সেখানে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন।

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে নিজের একসময়কার নেত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিজেপির টিকিট নিয়ে এই নন্দীগ্রামে দাঁড়াবেন কিনা, তা নিয়ে জোরালো জল্পনা তৈরি হয়। তবে প্রতিটি সভা থেকেই বিজেপির প্রার্থী এইভাবে ঘোষণা হয় না বলে তৃণমূলকে “প্রাইভেট লিমিটেড কোম্পানি” বলে আক্রমণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। কিন্তু এবার সেই নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল সেই শুভেন্দু অধিকারীকে। যাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, আজ পুরুলিয়ার জয়পুরে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেই সভা থেকেই এই ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তিনি লড়াই দিতে পারেন বলে ইঙ্গিতবহ বার্তা দেন এই হেভিওয়েট বিজেপি নেতা। তবে এই মন্তব্যের পাশাপাশি বিজেপিতে এইভাবে প্রার্থী ঘোষণা করা যায় না বলেও জানিয়ে দিতে দেখা যায় তাকে। এক্ষেত্রে দল আলোচনা করে যাকে প্রার্থী করবে, তিনিই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবেন বলে জানিয়েছেন প্রাক্তন এই তৃণমূল নেতা।

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে লড়াই করেন, তাহলে সকলের নজর থাকবে সেদিকেই। কিন্তু যদি তিনি এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে না লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হওয়ার ভয়ে তিনি নন্দীগ্রামে দাঁড়ালেন না বলে দাবী করবে তৃণমূলের একাংশ। সেদিক থেকে এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না হলেও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দিতে যে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত, তা পুরুলিয়ার সভা থেকে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, গোটা মেদিনীপুর সহ রাজ্যের অনেক জেলাই শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের সংগঠন অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর তৃণমূলের দখলে আছে, তা প্রমাণ করা। আর সেই কারণেই কিছুদিন আগে নন্দীগ্রামে গিয়ে এই আসনে তিনি প্রার্থী হবেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপর থেকেই শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে এই আসনে লড়াই করলে খেলা জমে উঠবে বলে দাবি করতে শুরু করেন সকলে। তবে বারবার নিজের দলের শৃংখলার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই দেওয়ার কথা বলে রীতিমত তার মন্তব্যে জল্পনা বাড়তে শুরু করল। তাহলে কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করতে চলেছে শুভেন্দু অধিকারীকে?

নন্দীগ্রামে বিজেপি টিকিটে দাঁড়াতে চলেছেন অধিকারী পরিবারের মেজো ছেলে? তবে বিজেপি শুভেন্দু অধিকারী বা অন্য কাউকে এই কেন্দ্রে প্রার্থী করলেও, লড়াই যে শুভেন্দু অধিকারীর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!