এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – করোনা আবহে কার্যত আকাশ ভেঙে পড়তে চলেছে বাংলার স্বাস্থ্য ব্যাবস্থায়! হতে পারে নার্সদের গণইস্তফা!

BIG BREAKING – করোনা আবহে কার্যত আকাশ ভেঙে পড়তে চলেছে বাংলার স্বাস্থ্য ব্যাবস্থায়! হতে পারে নার্সদের গণইস্তফা!


অন্য জায়গার মতো কোরোনার থাবা বসেছে বাংলাতেও। অনেকেই আক্রান্ত মারাও গেছেন অনেকেই। বার বার অভিযোগ উঠছে যে কোরোনার জেরে সাধারণ মানুষ অন্য চিকিৎসা পরিষেবাও ঠিক মতো পাচ্ছেন না। কারণ অনেক ডাক্তার নার্সদেরও করোনা হওয়ায় তারা এখন কোয়ারেন্টিনে, কেউ কেউ চিকিৎসারত।

কিন্তু এর মাঝেই চিন্তা বাড়িয়ে সামনে এলো বড়সড় খবর। জানা যাচ্ছে করোনা আবহে নতুন করে সঙ্কটে পড়লো রাজ্যের স্বাস্থ্য পরিষেবা।বাংলায় কর্মরত ১৮৫ নার্সকে মণিপুর ফিরিয়ে নিয়েছে যে কারণে আপাতত তারা চাকরি ছেড়ে বাসে করে ইম্ফলের পথে রওনা দিয়েছেন। এর ফলে সমস্যায় পড়লো কলকাতার বহু বেসরকারি হাসপাতাল। গুঞ্জন, অন্য রাজ্যের নার্সরাও ছাড়তে পারেন চাকরি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে উত্তর পূর্ব, ওড়িশার নার্সরাও নাকি ছাড়তে পারেন চাকরি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে সামনে এসেছে কয়েকটি তথ্য যেমন , পিয়ারলেস হাসপাতাল থেকে ২৫ নার্স, আর এন টেগোর হাসপাতাল থেকে ১০ নার্স, মেডিকা হাসপাতাল থেকে ৩নার্স, ফর্টিস হাসপাতাল থেকে ১৬ নার্স, চার্নক হাসপাতাল থেকে ২৭ নার্স,বেলভিউ থেকে ৩ নার্স, অ্যাপোলো হাসপাতাল থেকে ১০ নার্স, রুবি হাসপাতাল থেকে ৬ নার্স ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। আর এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!