এখন পড়ছেন
হোম > রাজ্য > Big Breaking অবশেষে খুলতে চলেছে স্কুল! দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী!

Big Breaking অবশেষে খুলতে চলেছে স্কুল! দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ দশ মাস করোনা ভাইরাসের কারণে রাজ্যের বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, সমস্তকিছুই বন্ধ। অনলাইনে কোনোরকমে পঠনপাঠন চলছে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাস কিছুটা হলেও আয়ত্তে এসেছে। আর এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য যখন স্কুলগুলো খুলতে শুরু করেছে, তখন পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর ছিল সকলের। ইতিমধ্যেই বিদ্যালয় খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পৌঁছেছে। আর এই পরিস্থিতিতে করোনা পরবর্তী সময়কালে কবে বিদ্যালয় খুলতে পারে, তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “আগামী 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলো খুলতে পারে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।” তবে অনেকে বলতে শুরু করেছিলেন, হয়ত বা বিদ্যালয় খুললে সেভাবে প্র্যাকটিক্যাল ক্লাসের বাইরে আর কোনো ক্লাস হবে না। কিন্তু স্কুল খুললে যে সমস্ত ক্লাসই হবে, তা বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত বিদ্যালয়ে করোনা বিধি মেনে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। অর্থ্যাৎ বিদ্যালয় খোলার ব্যাপারে এখন যে ধীরে ধীরে উদ্যোগী হতে চলেছে রাজ্য সরকার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর বক্তব্য পাওয়া গেলেও কলেজ খোলার ব্যাপারে কি মনোভাব সরকারের? এদিন এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কলেজ খোলা নিয়ে আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক রয়েছে।” তবে বিদ্যালয় খোলার ব্যাপারে চিন্তা ভাবনা হলেও সরকার যে এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না, তা বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তার মতে, সাবধানতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর এবার যে তা খোলার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন পাকাপাকিভাবে কবে রাজ্যের স্কুল এবং কলেজগুলো খোলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!