এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking,পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে মিটলো সমস্যা, আজই খুলতে চলেছে সব পেট্রোল পাম্প

Big Breaking,পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে মিটলো সমস্যা, আজই খুলতে চলেছে সব পেট্রোল পাম্প


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকাল ছটা থেকে সারা রাজ্য জুড়ে বন্ধ রয়েছে পেট্রোল পাম্প। আগামীকাল সকাল ছটা পর্যন্ত পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। রাজ্যের প্রায় ২৫০০ টি পেট্রল পাম্প বন্ধ হয়েছে। পেট্রল পাম্প বন্ধ থাকার কারণে সমস্যা বাড়ছে সাধারণ মানুষের। আজ তেল ভরতে গিয়ে ফিরে যেতে হয়েছে বহু মানুষকে। পেট্রল পাম্প বন্ধ থাকার কারণে রাস্তাঘাটে বাস,ট্যাক্সির সংখ্যা আজ অত্যন্ত কম। শেষপর্যন্ত এই সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ নিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ দুপুর বেলায় রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের এক বৈঠক চলে। এই বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। এরপর ধর্মঘট তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। আজ সন্ধ্যে থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প।

বৈঠকে পরিবহন মন্ত্রীকে জানানো হয়েছে যে, তেল সংস্থাগুলিকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, তার চেয়ে কম পরিমাণ তেল তারা পেয়ে থাকে। সমস্ত কিছু প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই তারা বন্ধের মতো পদক্ষেপ নিয়েছিলেন। তাদের সমস্যা শোনার পর তেল কোম্পানির সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এরপরই তারা ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!