এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking প্রার্থী ঘোষণার পর আজ প্রথম কলকাতায় পদযাত্রা মমতার, জেনে নিন

Big Breaking প্রার্থী ঘোষণার পর আজ প্রথম কলকাতায় পদযাত্রা মমতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নির্বাচনের মরসুমে জমে উঠেছে লড়াই। রাজ্যের সব আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়ে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রবিবার পদযাত্রা করে কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। আর উত্তরবঙ্গের এই কর্মসূচি শেষে এবার আজ নারী দিবসের দিন মহিলাদের নিয়ে ফের রাস্তায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করবেন তৃণমূল নেত্রী। যে মিছিলের মধ্য দিয়ে একদিকে যেমন নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেভাবে রান্নাঘরে মূল্যবৃদ্ধির জেরে মহিলাদের অস্বস্তি বেড়েছে, তার প্রতিবাদ করে বিজেপি বিরোধীতার সুরকে আরও তীব্র করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, আজ দুপুর তিনটার সময় কলেজস্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল নেত্রীর সঙ্গে এই মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে একাধিক তারকাদের। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করবেন। একদিকে যেমন বিজেপির নীতির বিরুদ্ধে এই মিছিলের মধ্য দিয়ে বার্তা দেবেন তিনি, ঠিক তেমনই নির্বাচনের অন্যতম প্রচার পর্ব হিসেবে এই মিছিলকে ব্যবহার করবেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করা নিয়ে প্রতীকি প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নবান্ন যাওয়ার সময় ইলেকট্রিক স্কুটিতে চেপে কার্যত নজির গড়েছেন তিনি। আর এবার নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আরও চেপে ধরতে শুরু করলেন তৃণমূল নেত্রী। যার ফলস্বরুপ আজ কলকাতায় নারী দিবসের দিন মিছিল করে বিজেপির বিরুদ্ধে বার্তা দেবেন তিনি।

বিশ্লেষকদের মতে, এবার বিজেপি যেমন বাংলাকে পাখির চোখ করেছে, ঠিক তেমনই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে তৃণমূল কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হতে শুরু করেছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বাংলার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন এত মূল্যবৃদ্ধি হচ্ছে, তা নিয়ে চেপে ধরা হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে।

আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ থেকে মিছিল করে আসার পর নারী দিবসের দিন কলকাতায় পদযাত্রা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে পদযাত্রার প্রধান ইস্যু হতে চলেছে মূল্যবৃদ্ধি। যা গেরুয়া শিবিরকে অনেকটাই অস্বস্তিতে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!