এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking প্রার্থী ঘোষণার পরেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী, শোরগোল শাসকদলে!

Big Breaking প্রার্থী ঘোষণার পরেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী, শোরগোল শাসকদলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2011 সালে জয়লাভ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু তারপর নানা কারণে দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল। তবে এখনও পর্যন্ত দলত্যাগ করতে দেখা যায়নি তাকে। তবে সম্প্রতি তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। যেখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর অনেকে বিদ্রোহ পোষণ করছেন, সেখানে প্রার্থী হয়েও এবার বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণেন্দুবাবু। যার ফলে যথেষ্ট অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের।

সূত্রের খবর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগ করেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বেশকিছু অনুগামী ইংরেজবাজার বিধানসভার পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। এমনকি অনেকে সদস্য পদেও রয়েছেন। তাই তারা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রার্থী হয়েছেন, এমনটা মেনে নিতে পারছেন না। ফলে তারা প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই প্রার্থী হওয়ার পর বিজেপির সঙ্গে দলের একাংশ জড়িয়ে রয়েছেন বলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই অভিযোগ করায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, কিছুদিন আগেই মালদহ জেলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, এবার তিনি মালদহ থেকে খালি হাতে ফিরবেন না। কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দলের একাধিক নেতা থেকে শুরু করে পদাধিকারীদের বিরুদ্ধে যেভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুললেন, তাতে সেই গোষ্ঠীদ্বন্দ্বের আবহ ফিরে আসতে শুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!