এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার একাধিক অভিযুক্ত

ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার একাধিক অভিযুক্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করেছে সিবিআই। খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ গুলোর ক্ষেত্রে তদন্ত করছে সিবিআই। ভোট-পরবর্তী হিংসা তদন্তে চারটি দল গঠন করেছে সিবিআই। রাজ্য জুড়ে শুরু হয়েছে তদন্ত। এবার ভোট পরবর্তী হিংসায় ২ অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ভোট-পরবর্তী হিংসা তদন্তে সিবিআই এর হাতে গ্রেফতারের ঘটনা এটাই প্রথম।

ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে এগারটি এফআইআর করেছে সিবিআই। গতকাল নদীয়ার বিজেপি কর্মী ধর্ম মন্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় আজ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। যাদের নাম বিজয় ঘোষ, অসীমা ঘোষ। তাদের গ্রেফতার করতে গিয়ে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়েছিল সিবিআইকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, গত ১৪ ই মে নদিয়ায় বিজেপি কর্মী সঞ্জিত মন্ডলকে বাড়ি থেকে বাইরে বের করে এনে প্রবল মারধর করা হয়েছিল। সেসময় তাঁকে বাঁচাতে গিয়েছিলেন বিজেপি কর্মী সৌরভ মন্ডল ও ধর্ম মন্ডল। তাঁদের ওপরও ব্যাপক মারধর চলে। মারধরের ফলে প্রচন্ড আহত হন তাঁরা। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে মৃত্যু হয় ধর্ম মন্ডলের। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলের কর্মীরাই খুন করেছে তাঁকে। ১২,১৩ জনের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছিল। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলেও, বিজেপির অভিযোগ।

ভোট পরবর্তী হিংসায়  প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটলো সিবিআইয়ের হাতে। ভোট-পরবর্তী হিংসার তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন আসছে। কিন্তু ত্রিপুরায় প্রতিদিন মারা হচ্ছে। সেখানে কোন কমিশন কেন যাচ্ছে না? তিনি অভিযোগ করেছেন, কমিশনের যে ব্যক্তি এই রিপোর্ট দাখিল করেছেন, তিনি হলেন বিজেপির সদস্য। তিনি আরও জানিয়েছেন, তিনি প্রয়োজনে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তদন্ত করলে আপত্তি নেই। কিন্তু সবার চার্জশিট হয়ে গেছে। তিনি সরকার চালালে সেই সরকার সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!