এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big breaking প্রাথমিক দুর্নীতিতে বড় খবর, মানিক ভট্টাচার্যকে সরে যাওয়ার নির্দেশ আদালতের!

Big breaking প্রাথমিক দুর্নীতিতে বড় খবর, মানিক ভট্টাচার্যকে সরে যাওয়ার নির্দেশ আদালতের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমানে ব্যাপক চাপে রাজ্য সরকার। প্রাথমিকে নিয়োগের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার সেই নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যেখানে অবিলম্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিতে হবে। যতদিন না পরবর্তী সভাপতি নিযুক্ত হচ্ছে, ততদিন প্রাথমিক শিক্ষা সংসদের সচিব পুরো বিষয়টি দেখভাল করবেন। স্বভাবতই আদালতের ঊই নির্দেশ রাজ্যের কাছে সবথেকে বড় চাপের কারণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!