এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > Big Breaking প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শোকের ছায়া রাজনৈতিক মহলে!

Big Breaking প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শোকের ছায়া রাজনৈতিক মহলে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ নিজের বাসভবনেই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্বাভাবিকভাবেই তার এই মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে গতকাল রাত থেকে তার শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হতে শুরু করে। আর আজ সকালেই নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বুদ্ধবাবু। বিগত বাম আমলে দীর্ঘ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা এহেন ভদ্র, সজ্জন ব্যক্তির প্রয়াণ রাজনৈতিক জগতে বড় ক্ষতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!