এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking,অবশেষে পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের, আসুন জেনে নিন

Big Breaking,অবশেষে পুরভোট নিয়ে তাৎপর্যপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের, আসুন জেনে নিন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পুরভোট নিয়ে আজ যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার ভোটের উপরে কোন স্থগিতাদেশ জারি হবে না। তবে রাজ্যের অন্যান্য পুরসভায় দ্রুত নির্বাচন করাতে হবে। রাজ্যের নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার পুরভোটের ওপর স্থগিতাদেশ জারি করা হবে না। যত দ্রুত সম্ভব ও যথাসম্ভব কম দফায় পুর নির্বাচন করতে হবে। ২৩ সে ডিসেম্বরের মধ্যে বকেয়া নির্বাচনের নির্ঘণ্ট আদালতকে জানাতে হবে। রাজ্য ও রাজ্যের নির্বাচন কমিশনকে আলোচনা করে তা জানাবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৩ সে ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো।

প্রসঙ্গত রাজ্যের সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করাবার দাবিতে আদালতে মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানি চলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আজ প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। আদালতের এই ঘোষণার পরে আগামী উনিশে ডিসেম্বর কলকাতার পুরভোটের ক্ষেত্রে আর কোন বাধা রইলো না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!