এখন পড়ছেন
হোম > রাজ্য > Big Breaking রাজ্যে বাড়লো লকডাউনের মেয়াদ, নয়া ঘোষণা মমতার!

Big Breaking রাজ্যে বাড়লো লকডাউনের মেয়াদ, নয়া ঘোষণা মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আটকাতে বেশ কিছুদিন আগে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করেছিল রাজ্য সরকার। সাময়িকভাবে দোকান-বাজার খোলা রেখে মে মাসের 30 তারিখ পর্যন্ত এই বিধি-নিষেধ জারি রাখার কথা বলা হয়। স্বাভাবিক ভাবেই দিন যখন এগিয়ে আসতে শুরু করেছে এবং করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন কমতে শুরু করেছে, তখন ধীরে ধীরে বিধিনিষেধ থেকে সরে আসবে রাজ্য সরকার বলেই মনে করেছিলেন একাংশ।

কিন্তু মে মাসের 30 তারিখে বিধি-নিষেধের নির্দেশিকা শেষ হওয়ার আগেই এবার নতুন করে সেই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ফের রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেল। আগামী জুন মাসের 15 তারিখ পর্যন্ত এই বিধি-নিষেধ বহাল থাকবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লকডাউন বা বিধিনিষেধের কারণে কমতে থাকায় একেবারে যাতে তা সম্পূর্ণরূপে বিলীন করা যায়, তার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে 30 মে পর্যন্ত যে বিধিনিষেধ রয়েছে, তা আগামী 15 জুন পর্যন্ত বহাল রাখার কথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি বিধি-নিষেধ জারি করার কারণে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যে অনেকটাই কমেছে, সেই কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “বিধি-নিষেধ জারি করায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। রাজ্যের মানুষ সহযোগিতা করে নিজেরাই নিজেদের রক্ষা করেছেন। যেহেতু পরিস্থিতি কিছুটা আয়ত্তে রয়েছে, সেই কারণে আরও খানিকটা সময় বাড়িয়ে দেওয়া হল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এর আগে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্য এবং মৃত্যু আটকানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত বাজার খোলা রাখার কথা ঘোষণা করে বাকি সময় শুধুমাত্র মিষ্টির দোকান খোলা রাখার কথা জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। অর্থাৎ লকডাউন এমনভাবে না হলেও, বেশ কিছু বিধিনিষেধ জারি করে আক্রান্তের সংখ্যা কমানো যে রাজ্যের কাছে এখন প্রধান টার্গেট, তা এই ঘোষণা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। আর এবার আবারও সেই বিধি-নিষেধ যুক্ত মেয়াদ বাড়িয়ে দিল রাজ্য সরকার।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট সময় উপযোগী এবং সদর্থক সিদ্ধান্ত। লকডাউনের ফলে তার সুফল কিছুটা হলেও পাওয়া গিয়েছে। মুখে এই বিধিনিষেধ এবং নিয়মকে লকডাউন বলতে নারাজ মুখ্যমন্ত্রী। কিন্তু এই বিধিনিষেধ হওয়ার কারনে এবং মানুষ সেভাবে রাস্তায় না বেরোনোর কারণে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন কমতে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। আর এই পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দিয়ে আগামী 15 জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!