এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big breaking রাজ্যে এবার হিন্দু জাগরণ, খাস কলকাতার রাস্তায় অভয়ার বিচারের দাবিতে অনশনে সাধু সন্তরা!

Big breaking রাজ্যে এবার হিন্দু জাগরণ, খাস কলকাতার রাস্তায় অভয়ার বিচারের দাবিতে অনশনে সাধু সন্তরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরে অভয়ার মৃত্যুর পর কোনো বাছ বিচার ছিল না সাধারণ মানুষের মধ্যে। দক্ষিণ মেরু হোক বা উত্তর মেরু, সকলেই দল-মতের ঊর্ধ্বে উঠে বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যে একেবারে শহর কলকাতার বুকে ঘটতে দেখা গেল হিন্দু জাগরণ। যেখানে সাধু সন্তরা আরজিকরের ঘটনায় প্রকৃত বিচারের দাবিতে অনশন শুরু করলেন।

সূত্রের খবর, এদিন শ্যামবাজারে সাধু সন্তরা অনশন শুরু করেন। মূলত আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে অভয়ার বিচারের দাবিতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। একেবারে শঙ্খ বাজিয়ে সন্ন্যাসীরা তাদের অনশন শুরু করে দিলেন। অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষরা যখন আন্দোলনে রয়েছেন, যখন জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে রৌদ্র, ঝড়, জলের মধ্যে বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে, ঠিক তখনই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সাধু সন্তরাও বিচারের দাবিতে একেবারে কলকাতার রাস্তায় নেমে অভিনব প্রতিবাদের সুর বেঁধে দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!