এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, রাজ্যে কবে থেকে চালু হবে দুয়ারে রেশন? দিন-ক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Big Breaking, রাজ্যে কবে থেকে চালু হবে দুয়ারে রেশন? দিন-ক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যে প্রকল্পগুলির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যে অন্যতম হলো দুয়ারে রেশন প্রকল্প ।রাজ্যে ইতিমধ্যেই দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট চলছে। তবে, পরিপূর্ণভাবে এই প্রকল্প এখনো পর্যন্ত রাজ্যে শুরু হয়নি। কবে থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে? আজ তার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ বিধানসভায় শপথ বাক্য পাঠ করলেন উপ নির্বাচনে জয়লাভ করে আসা চারজন তৃণমূল বিধায়ক। এরপর বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর সময় কোন রকম অশান্তির ঘটনা ঘটেনি। তিনি আশা করছেন যে, ছট পুজোও নির্বিঘ্নে সম্পন্ন হবে। এরপরই তিনি জানালেন যে, আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হতে চলেছে। পাড়ায় পাড়ায় গাড়িতে গাড়িতে করে রেশন পৌঁছে দেয়া হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব উদযাপন করা হয়েছে বাংলায়। করোনা বিধি মেনে ছট পূজা উদযাপন করা হবে। তিনি জানান আগামী ১৬ ই নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। রাজ্য সরকারের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হবে। সেই গাড়িতে করে রেশন নিয়ে যাওয়া হবে বিভিন্ন পাড়াতে। পাড়ার সমস্ত মানুষ এক জায়গায় গিয়ে সেই গাড়ি থেকে নিজেদের রেশন নিয়ে নিতে পারবেন। এভাবেই আজ দুয়ারে রেশন প্রকল্পের একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!