এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG BREAKING -কি হলো আজকে রথযাত্রার অনুমতি দিলো কি সুপ্রিম কোর্ট, জেনে নিন

BIG BREAKING -কি হলো আজকে রথযাত্রার অনুমতি দিলো কি সুপ্রিম কোর্ট, জেনে নিন


পুরীর জগন্নাথদেবের রথযাত্রা ঐতিহ্যের প্রাণকেন্দ্র। কিন্তু হাজার চেষ্টা করেও করোনা ভাইরাসের জন্য সেই রথযাত্রা বন্ধ হলো না, রথযাত্রাতে নিষেধাজ্ঞা জারি করলেও আজ পূর্বেকার নির্দেশ সংশোধন করে শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। যার ফলে ভক্তদের মধ্যে এখন
শুধুই আনন্দ।

প্রথমে না করার  কারণ হিসাবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, তবে যদি এই অনুষ্ঠান হয়, তাহলে প্রচুর পরিমাণে মানুষ উপস্থিত থাকলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। করোনা ভাইরাস যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে এই ধর্মীয় সমাবেশ নতুন করে বিপদ ডেকে আনতে পারে। আর এই পরিস্থিতিতে আদালতের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি করলেও, ভবিষ্যতের কথা ভেবে এই উদ্যোগ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি করা হয়েছিল।

তবে এদিন ‘কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করবে, স্বাস্থ্য নিয়ে সব নির্দেশ পালন করতে হবে’,জানাল সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে শুধু পুরীতেই রথযাত্রার অনুমতি দেওয়ার ভাবনার কথা জানায় সুপ্রিম কোর্ট। ‘ওড়িশার অন্য জায়গায় অনুমতি নিয়ে বিবেচনা নয়,শুধু পুরীতেই রথযাত্রায় অনুমতি দেওয়া নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক এদিনই রথযাত্রা প্রস্তুতি কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখলে রাজ্য যাত্রা বা উত্সব বন্ধ করতে পারে।এদিনের শুনানিতে আদালতে আশ্বাস দেন সলিসিটর জেনারেলের তুষার মেহতা।তিনি বলেন, ‘এক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যর সঙ্গে কোনও সমঝোতা নয়’, ।
তিনি বলেন, ‘পুণ্যার্থীদের ছাড়াই কাল রথযাত্রার অনুমতি দেওয়া হোক।রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক।কাল না বেরোলে রীতি অনুযায়ী ১২ বছর রথ বেরোবে না’। প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষ্যে আজ রাত নটা থেকে বুধবার দুপুর দুটো পর্যন্ত পুরী জেলায় সম্পূর্ণ শাটডাউন।

সুপ্রিম কোর্টে আবেদনে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনে একদিনের জন্য কার্ফু জারি করে রথযাত্রা করা হবে। করোনা নেগেটিভ সেবায়ত, পান্ডারা যোগ দিতে পারেন।লাইভ সম্প্রচার দেখেই আর্শীবাদ নিতে পারেন ভক্তরা। কেন্দ্রের আবেদনকে সমর্থন করেছিল ওড়িশা সরকারও।এর ফলে বর্ষ জয় পেলো জগন্নথ ভক্তরা বলে মত সংশ্লিষ্টমহলের। সাথেই দাবি করা হচ্ছে যে প্রভুর ইচ্ছা ছাড়া কিছুই হয়না। তাই তিনি চেয়েছেন বলেই এই জয় এসেছে, আর খুব শীঘ্রই এই মহামারী থেকে বাঁচবে সাধারণ মানুষ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!