Big Breaking রেশন দুর্নীতি কান্ডে একি হলো? খোঁজ মিলছে না অভিযোগকারীরই! জোর চাঞ্চল্য! রাজ্য January 13, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রেশন দুর্নীতি নিয়ে মাঝে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। প্রাক্তন মন্ত্রীকে পর্যন্ত গ্রেফতার হতে হয়েছিল। তবে আশ্চর্যজনকভাবে এই রেশন দুর্নীতি নিয়ে যে ব্যক্তি অভিযোগ করেছিলেন, যার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল, এবার সেই ব্যক্তিকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে তদন্তকারী সংস্থার আধিকারিকদের মধ্যে। সূত্রের খবর, রেশন দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুরের বাসিন্দা তৃণমূল নেতা তারক মন্ডল এই ঘটনায় প্রধান অভিযোগকারী ছিলেন। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে এই মামলার প্রয়োজনে তাকে বারবার করে ডাকা হলেও, তিনি হাজিরা দিচ্ছেন না।এমনকি ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে ব্যক্তি এত অভিযোগ করেছিলেন, যার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল, তাকেই কেন এখন খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে কি এর পেছনে অন্য কেউ রয়েছে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -