Big Breaking আরজিকর কাণ্ডে ধৃত ওসির বিরুদ্ধে বড় পদক্ষেপ, কি ব্যবস্থা নিলো লালবাজার? কলকাতা রাজ্য September 18, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি আরজিকর কান্ডে গ্রেপ্তার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। আর তারপর থেকেই বিরোধীরা আরও বেশি করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তথ্য প্রমান লোপাটের অভিযোগ ওঠে এই পুলিশকর্তার বিরুদ্ধে। আর অবশেষে এবার সেই ধৃত ওসিকে সাসপেন্ড করলো লালবাজার। সূত্রের খবর, এদিন লালবাজারে পক্ষ থেকে একটি কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে কিছুদিন আগেই আরজিকর কাণ্ডে গ্রেফতার হওয়া টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এই অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করা হয়েছে। মূলত, কেউ গ্রেপ্তার হওয়ার পর ৪৮ ঘন্টা হাজতে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাই নিয়ম। আর সেই কারণেই লালবাজারের পক্ষ থেকে আরজিকর কান্ডের ধৃত ওসির বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -