Big Breaking আরজিকর কাণ্ডে এবার নাম জড়ালো টিএমসিপির? কড়া নজর রাখছে সিবিআই! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য September 19, 2024September 19, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকর কাণ্ডে প্রবল অস্বস্তিতে রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। বিরোধীরা বারবার করে এই ঘটনায় কটাক্ষ ছুড়ে দিচ্ছে শাসক শিবিরের দিকে। আর এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের নজরে উঠে এলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে পরিচিত আশিস পান্ডে। ইতিমধ্যেই বিশেষ সূত্রপাত সেই খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কেন এই টিএমসিপি নেতার নাম উঠে আসছে। সূত্রের খবর, আরজিকর মেডিক্যালের হাউস স্টাফ তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডে। জানা গিয়েছে, যেদিন অভয়ার দেহ উদ্ধার হয়েছিল, সেদিন সল্টলেকে সকালে এক মহিলা বন্ধুকে নিয়ে একটি হোটেলে ওঠেন এই আশিস পান্ডে। পরের দিন সকাল ১১ টায় সেখান থেকে বের হয়ে যান তিনি। আর এই রহস্য উন্মোচনের জন্যই এবার সেই হোটেলের সমস্ত নথি সহ সেখানকার কর্মীকে তলব করেছে সিবিআই। যার ফলে একাংশ মনে করছেন যে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা এই আশিস পাণ্ডের সল্টলেকের হোটেলে ওঠার পরিপ্রেক্ষিতে বেশ কিছু সন্দেহ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর সেই কারণেই তারা এই ঘটনার গভীরে পৌঁছতে এবার তথ্য নথি ঘেঁটে দেখতে চাইছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -