Big Breaking আরজিকরে দুর্নীতিতে কারা জড়িত? কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের! জানলে চমকে যাবেন! কলকাতা রাজ্য September 17, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরজিকরের নৃশংস ঘটনার পর প্রথমে সেখানকার আর্থিক দুর্নীতি নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরবর্তীতে খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। আর এই পরিস্থিতিতে এবার সেই আরজি করের দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা করল সিবিআই। যে রিপোর্টে বিস্ফোরক ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, এদিন আরজিকরের আর্থিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে নিজেদের রিপোর্ট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যেখানে হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির আভাস রয়েছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। পাশাপাশি এই দুর্নীতির ক্ষেত্রে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ধৃত সন্দীপ ঘোষ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্রের কথাও উল্লেখ রয়েছে সিবিআইয়ের জমা করা এই রিপোর্টে। জানা গিয়েছে, পরবর্তীতে যেদিন শুনানি হবে, সেদিন সিবিআই তাদের তৃতীয় রিপোর্ট জমা দেবে। স্বাভাবিক ভাবেই আরজিকরের দুর্নীতি নিয়ে সিবিআইয়ের এদিন কলকাতা হাইকোর্টে জমা করার রিপোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -